![](/themes/rabindra/logo.png)
৩১
সখী সঁ নায়িকা বচন
আস লতা ( হম ৮ ) লগাওলি সজনী
নৈনক নীর পটায়।
সে ফল অব তরুণত ভেল সজনী
আঁচর তর ন সমায়॥
কাঁচ সাঁচ পহু দেখি গেল সজনী
তসু মন ভেল কুহ ভান।
দিন দিন ফল তরুণত ভেল সজনী
পহু পন ন করু গেআন॥
সভ কের পহু পরদেস বসি সজনী
আএল সুমিরি সিনেহ।
হমর এহন পহু নিরদয় সজনী
নহিঁ মন বাঢ়য় নেহ॥ ৬৯
আশালতা লাগাইনু
নয়নের নীর সিঞ্চিয়া।
তাহার ফল এখন তরুণতা প্রাপ্ত হই [ ল,]
আঁচলের তলে আর সামলায় না।
কাঁচার মতো প্রভু আমার দেখিয়া গে [ ল ] —
তার মন হইল কুয়াশাসমান।
দিনে দিনে ফল তরুণ হইল
ইহা সে মনে জ্ঞান করে না?
সকলকারই পরদেশবাসী প্রভু
স্নেহ স্মরিয়া আসিল —
আমার এমন নির্দয় প্রভু
মনে তার স্নেহ বাড়ে না। ৬৯
৩২
সখী সঁ নায়িকা বচন