![](/themes/rabindra/logo.png)
দিবস দিবস করি বরষ গোঁয়াইল —
এখন জীবন কোন্ আশে!
আম্রমঞ্জরী ধরে — মন মোর গহ্বর ( আঁধার ) —
কোকিলশব্দ হইল মন্দ!
এমন বয়স ত্যেজি প্রভু পরদেশ গেল!
পিইল কুসুম মকরন্দ —
কু ঙ্ কুম চন্দন অগ্নি লাগাইল,
কে কহে শীতল চন্দ্র!
প্রভু বিদেশে অনেককে রক্ষা করিতেছেন —
বিপদের সময়েই ভালো মন্দ চেনা যায়। ৬৬
৩০
সখী সঁ নায়িকা বচন
মোহন মধুপুর বাস
( হে সখি ) হমহুঁ জাএব তনি পাস॥
রখলন্হি কুবজাক নেহ
( হে সখি ) তেজলন্হি হমরো সনেহ॥
কত দিন তাকব বাট
( হে সখি ) রটলা জমুনাক ঘাট॥
ওতহি রহথু দৃঢ় ফেরি
( হে সখি ) দরসন দেথু এক বেরি॥ ৬৮
মোহন, মধুপুরে বাস —
আমি যাইব তার পাশ।
রাখিল কুবুজার স্নেহ —
তেজিল আমার স্নেহ!
কত দিন তাকাইব বাট —
গেছে সে যমুনার ঘাট।
সেখানেই থাকুক দৃঢ় করি —
দরশন দিক একবার। ৬৮