![](/themes/rabindra/logo.png)
Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
রূপান্তর- পরিশিষ্ট ১, ২৫
রূপান্তর
চাঁদ সূর্য মোরে সহ্য না হয়,
চন্দন লাগে বিষমশরসম!
ভনয়ে বিদ্যাপতি — গুণবতী নারী,
ধৈরজ ধরহ, মিলবে মুরারী। ৬২
২৭
ঊধব সঁ গোপী বচন
চানন ভেল বিখম সর রে
ভূখন ভেল ভারী
সপনহুঁ হরি নহিঁ আএল রে
গোকুল গিরধারী॥
একসর ঠাঢি কদম তর৬ রে
পথ হেরথি মুরারী।
হরি বিনু দেহ দগধ ভেল রে
ঝামরু ভেল সারী॥
জাহু জাহু তোঁহেঁ ঊধব হে,
তোঁ হে মধুপুর জাহে।
চন্দ্র বদন নহিঁ জীউতি রে
বধ লাগত কাহে॥
ভনহিঁ বিদ্যাপতি তন মন দে
সুনু গুনমতি নারি।
আজু আওত হরি গোকুল রে
পথ চলু ঝটঝারি॥ ৬৪
চন্দন হইল বিষম শর
ভূষণ হইল ভারী —
স্বপনেও হরি নাহি আইল
গোকুলগিরিধারী!
একাকী দাঁড়ায়ে কদমতলে
পথ নেহারে মুরারি!