মদনদহন দগধে শরীর।
ভনয়ে বিদ্যাপতি কবি জয়রাম —
কী করিবে নাথ, দৈব হল বাম। ৫৬
২৩
নায়িকা বিরহ
সুন্দরি বিরহ সয়ন ঘর গেল।
কিএ বিধাতা লিখি মোহি দেল॥
উঠলি চিহায় বৈসলি সির নায়।
চহু দিসি হেরি হেরি রহলি লজায়॥
নেহুক বন্ধু সেহো ছুটি গেল।
দুহু কর পহুক খেলাওন ভেল॥
ভনহিঁ বিদ্যাপতি অপরূপ নেহ।
জেহন বিরহ হো তেহন সিনেহ॥ ৫৭
সুন্দরী বিরহশয়নঘরে গেল —
কী যে বিধাতা কপালে লিখি দিল!
চিয়াইয়া উঠিল, বসিল শির নোয়াইয়া,
চৌদিশ হেরি হেরি রহিল লজ্জায় —
স্নেহের বন্ধু সেও চলে গেল!
দুহু কর প্রভুর খেলেনা হইল!
ভনয়ে বিদ্যাপতি অপরূপ লেহ —
যেমন বিরহ হয় তেমনি সিনেহ। ৫৭
২৪
নায়িকা বিরহ
মাধব হমর রটল দুর দেস।
কেও ন কহে সখি কুশল সনেস॥
জুগ জুগ জিরথু বসথু লখ কোস।
হমর অভাগ হুনক কোন দোস॥