Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
শেষ সপ্তক - পঁয়তাল্লিশ,২
শেষ সপ্তক
যাকে ছেড়ে এলেম
তাকেই নিচ্ছি চিনে।
সরে এসে দেখছি
আমার এতকালের সুখদুঃখের ঐ সংসার,
আর তার সঙ্গে
সংসারকে পেরিয়ে কোন্ নিরুদ্দিষ্ট।
ঋষিকবি প্রাণপুরুষকে বলেছেন—
‘ ভুবন সৃষ্টি করেছ
তোমার এক অর্ধেককে দিয়ে,
বাকি আধখানা কোথায়
তা কে জানে। '
সেই একটি - আধখানা আমার মধ্যে আজ ঠেকেছে
আপন প্রান্তরেখায় ;
দুইদিকে প্রসারিত দেখি দুই বিপুল নিঃশব্দ,
দুই বিরাট আধখানা —
তারি মাঝখানে দাঁড়িয়ে
শেষকথা ব'লে যাব—
‘ দুঃখ পেয়েছি অনেক,
কিন্তু ভালো লেগেছে,
ভালোবেসেছি।'