Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
রূপান্তর- হিন্দী : মধ্যযুগ, ৩
রূপান্তর
এ হরি সুন্দর, এ হরি সুন্দর,
মস্তক নমি তব চরণ -' পরে।
সেবক জনের সেবায় সেবায়,
প্রেমিক জনের প্রেমমহিমায়,
দুঃখী জনের বেদনে বেদনে,
সুখীর আনন্দে সুন্দর হে,
মস্তক নমি তব চরণ -' পরে।
কাননে কাননে শ্যামল শ্যামল,
পর্বতে পর্বতে উন্নত উন্নত,
নদীতে নদীতে চঞ্চল চঞ্চল,
সাগরে সাগরে গম্ভীর হে,
মস্তক নমি তব চরণ -' পরে।
চন্দ্র সূর্য জ্বালে নির্মল দীপ —
তব জগমন্দির উজল করে,
মস্তক নমি তব চরণ -' পরে।
২
বাদৈ বাদৈ রম্যবীণা বাদৈ —
অমল কমল বিচ
উজল রজনী বিচ
কাজর ঘন বিচ
নিশ আধিয়ারা বিচ
বীণ রণন সুনায়ে।
বাদৈ বাদৈ রম্যবীণা বাদৈ॥
বাজে বাজে রম্যবীণা বাজে —
অমলকমল - মাঝে, জ্যোৎস্নারজনী - মাঝে,
কাজলঘন - মাঝে, নিশি - আঁধার - মাঝে,
কুসুমসুরভি - মাঝে বীণরণন শুনি যে
প্রেমে প্রেমে বাজে॥