Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
রূপান্তর- ভট্টনারায়ণ-বররুচি-প্রমুখ কবিগণ, ২
রূপান্তর
লিখো না, ওগো, লিখো না ভালে,
লিখো না সে বেদন।
পা ঠা ন্ত র
বিধি হে, যত তাপ মোর দিকে
হানিবে, অবিচল রব তাহে।
রসের নিবেদন অরসিকে
ললাটে লিখো না হে, লিখো না হে।
৩
ভদ্রং কৃতং কৃতং মৌনং
কোকিলৈর্জলদাগমে।
দর্দুরা যত্র বক্তারস্ -
তত্র মৌনং হি শোভনম্।
— নীতিরত্ন, ১১
ভালোই করেছ, পিক,
চুপ করে রয়েছ আষাঢ়ে।
মৌনই সেথায় শোভে
ভেকেরা যেথায় ডাক ছাড়ে।
৪
কাকঃ কৃষ্ণঃ পিকঃ কৃষ্ণস -
ত্বভেদঃ পিককাকয়োঃ।
বসন্তে সমুপায়াতে
কাকঃ কাকঃ পিকঃ পিকঃ॥
— বররুচি : নীতিরত্ন, ১৩
কাক কালো, পিক কালো,