কূম্ভূপমং কায়মিমং বিদিত্বা নগরূপমং চিত্তমিদং ঠপেত্বা।
যোজেথ মারং পঞ্ঞায়ুধেন জিতঞ্চ রক্খে অনিবেসনো সিয়া॥ ৮
অচিরং বত য়ং কায়ো পঠবিং অধিসেস্সতি।
ছুদ্ধো অপেতবিঞ্ঞাণো নিরত্থং ব কলিঙ্গরং ॥ ৯
দিসোদিসং যন্তং কয়িরা বেরী বা পন বেরিনং।
মিচ্ছাপণিহিতং চিত্তং পাপিয়ো নং ততো করে॥ ১০
ন তং মাতাপিতা কয়িরা অঞ্ঞে বাপি চ ঞাতকা।
সম্মাপণিহিতং চিত্তং সেয্যসো নং ততো করে॥ ১১
যে মন টলে, যে মন চলে, যাহারে ধরে রাখা দায়,
মেধাবী তারে করেন সিধা ইযুকারের তীরের প্রায় ॥ ১
এই - যে চিত্ত আকুল নিত্য মারের বাঁধন কাটিতে —
জলের পদ্ম কে যেন সদ্য উপাড়ি তুলেছে মাটিতে॥ ২
চপল লঘু অবশ চিত যেখানে খুশি পড়ে —
সুখে সে রহে, এমন মন দমন যেবা করে॥ ৩
নহে সে সোজা, যায় না বোঝা, যেখানে খুশি ধায়,
মেধাবী তারে রক্ষা করে তবেই সুখ পায়॥ ৪
দূরে যায়, একা চরে, অশরীর থাকে সে গুহায় —
হেন মন বশে রাখে মৃত্যু হতে তবে রক্ষা পায় ॥ ৭ ৫
অস্থির যাহার চিত্ত সত্যধর্ম হতে আছে দূরে,
হৃদয় প্রসাদহীন — প্রজ্ঞা তার কভু নাহি পূরে॥ ৬