Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
রূপান্তর- ধম্মপদ, ৫
রূপান্তর
সে যে সুখ পায় বহু সুখ পায়
শুদ্ধকর্ম হেরি আপনার॥ ১৬
হেথা পায় তাপ, সেথা পায় তাপ,
দুই লোকে দহে যে করেছে পাপ।
‘ এই মোর পাপ' এই ব'লে তাপ,
দুর্গতি পেয়ে সেও পরিতাপ॥ ১৭
হেথা আনন্দ, সেথা আনন্দ,
দুই লোকে সুখী পুণ্যবন্ত।
‘ পুণ্য করেছি' ব'লে আনন্দ,
সুগতি লভিয়া পরমানন্দ॥ ১৮
যে কহে অনেক শাস্ত্রবচন
কাজে নাহি করে প্রমাদ লাগি —
অপরের গোরু গণিয়া গোয়াল
হয় কি সেজন শ্রেয়ের ভাগী॥ ১৯
অল্পই কহে শাস্ত্রবাক্য,
ধর্মের পথে করে বিচরণ
রাগ দোষ মোহ করি পরিহার
জ্ঞানসমাপ্ত বিমুক্তমন —
বিষয়বিহীন ইহপরলোকে
কল্যাণভাগী হয় সেইজন॥ ২০
অপ্পমাদবগ্গো
অপ্পমাদো অমতপদং পমাদো মচ্চুনো পদং।
অপ্পমত্তা ন মীয়ন্তি যে পমত্তা যথা মতা॥ ১
এতং বিসেসতো ঞত্বা অপ্পমাদম্হি পণ্ডিতা।
অপ্পমাদে পমোদন্তি অরিয়ানাং গোচরে রতা॥ ২