Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


রূপান্তর- বেদ : সংহিতা ও উপনিষৎ, ১৬
রূপান্তর

তেমনি হও

     সর্বসহ আমার প্রতি।

আপন পথে

     যেমন হয় জলের গতি,

তোমার মন

     আসুক ধেয়ে আমার প্রতি।