Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


শ্যামলী - কালরাত্রে, ৩
শ্যামলী

                 যেমন গাইছে সমুদ্রের ঢেউ,

                     সন্ধ্যাতারার শান্তি,

                            গিরিশিখরের নির্জনতা।