সেখানে আমি তোমার কাছে বিদেশী।
সেই তুমি আজ এই মেঘ - ডাকা সন্ধ্যায়
যদি এসে বস আমার সামনে
দেখতে পাবে আমার চোখে
দিক - হারানো চাহনি
অজানা আকাশের সমু্দ্রপারে
নীল অরণ্যের পথে।
তুমি কি পাশে বসে শোনাবে
সেদিনকার কানে - কানে কথার উদ্বৃত্ত।
কিন্তু ঢেউ করছে গর্জন,
শকুন করছে চীৎকার,
মেঘ ডাকছে আকাশে,
মাথা নাড়ছে নিবিড় শালের বন।
তোমার বাণী হবে খেলার ভেলা
খেপাজলের ঘূর্ণিপাকে।
সেদিন আমার সব মন
মিলেছিল তোমার সব মনে,
তাই প্রকাশ পেয়েছে নূতন গান
প্রথম সৃষ্টির আনন্দে।
মনে হয়েছে,
বহু যুগের আশ মিটল তোমাতে আমাতে।
সেদিন প্রতিদিনই বয়ে এনেছে
নূতন আলোর আগমনী
আদিকালে সদ্য - চোখ - মেলা তারার মতো।
আজ আমার যন্ত্রে
তার চড়েছে বহুশত,
কোনোটা নয় তোমার জানা।
যে সুর সেধে রেখেছ সেদিন