সবাই বলে ‘ভালো'।
তারা দেখে আমার ইচ্ছার নেই জোর,
সাড়া নেই লোভের,
ঝাপট লাগে মাথার উপর,
ধুলোয় লুটোই মাথা।
দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি
নেই এমন বুকের পাটা ;
কঠিন করে জানি নে ভালোবাসতে,
কাঁদতে শুধু জানি,
জানি এলিয়ে পড়তে পারে।
বাঁশিওআলা,
বেজে ওঠে তোমার বাঁশি —
ডাক পড়ে অমর্তলোকে ;
সেখানে আপন গরিমায় .
উপরে উঠেছে আমার মাথা।
সেখানে কুয়াশার পর্দা - ছেঁড়া
তরুণ - সূর্য আমার জীবন।
সেখানে আগুনের ডানা মেলে দেয়
আমার বারণ - না - মানা আগ্রহ,
উড়ে চলে অজানা শূন্যপথে
প্রথম - ক্ষুধায় - অস্থির গরুড়ের মতো।
জেগে ওঠে বিদ্রোহিণী ;
তীক্ষ্ম চোখের আড়ে জানায় ঘৃণা
চার দিকের ভীরুর ভিড়কে,
কৃশ কুটিলের কাপুরুষতাকে।
বাঁশিওআলা,
হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি।
জানি নে ঠিক জায়গাটি কোথায়,
ঠিক সময় কখন,
চিনবে কেমন করে।