Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
শ্যামলী - অকাল ঘুম, ৩
শ্যামলী
“ কে তুমি।
তোমার শেষ পরিচয় খুলে যাবে কোন্ লোকে। ”
সেদিন সকালে গলির ও পারে পাঠশালায়
ছেলেরা চেঁচিয়ে পড়ছিল নামতা ;
পাট - বোঝাই মোষের গাড়ি
চাকার ক্লিষ্টশব্দে মুচড়ে দিচ্ছিল বাতাসকে ;
ছাদ পিটোচ্ছিল পাড়ার কোন্ বাড়িতে ;
জানলার নীচে বাগানে
চালতা গাছের তলায়
উচ্ছিষ্ট আমের আঁঠি নিয়ে
টানাটানি করছিল একটা কাক।
আজ এ সমস্তর উপরেই ছড়িয়ে পড়েছে
সেই দূরকালের মায়ারশ্মি।
ইতিহাসে - বিলুপ্ত
তুচ্ছ এক মধ্যাহ্নের আলস্য - আবিষ্ট রৌদ্রে
এরা অপরূপের রসে রইল ঘিরে
অকাল ঘুমের একখানি ছবি।