Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
বীথিকা- সংযোজন, ১৪
বীথিকা
কিছু বা ভোলে কিছু বা আধো
শোনে।
নামিবে রবি অস্তপথে,
গানের হবে শেষ —
তখন ফিরে ঘিরিবে তারে
সুরের কিছু রেশ।
অলস খনে কাঁপায় হাওয়া
আধেকখানি - হারিয়ে - যাওয়া
গুঞ্জরিত কথা,
মিলিয়া প্রজাপতির সাথে
রাঙিয়ে তোলে আলোছায়াতে
দুইপহরে - রোদ - পোহানো
গভীর নীরবতা।
হল্দেরঙা - পাতায় - দোলা
নাম - ভোলা ও বেদনা - ভোলা
বিষাদ ছায়ারূপী
ঘোমটা - পরা স্বপনময়
দূরদিনের কী ভাষা কয়
জানি না চুপিচুপি।
জীবনে যারা স্মরণ - হারা
তবু মরণ জানে না তারা,
উদাসী তারা মর্মবাসী
পড়ে না কভু চোখে —
প্রতিদিনের সুখ - দুখেরে
অজানা হয়ে তারাই ঘেরে,
বাষ্পছবি আঁকিয়া ফেরে
প্রাণের মেঘলোকে।