Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


শ্যামলী - হারানো মন, ২
শ্যামলী

                       সে যেন শেষরাত্রির শুকতারা,

                          প্রভাত - আলোয় ডুবিয়ে দিল

                                   তার আপন আলোর ঘটখানি।

 

         আজ কোনো - সীমানা - দেওয়া নয় আমার মন,

                হয়তো তাই ভুল বুঝবে আমাকে।

              আগেকার চিহ্নগুলো সব গেছে মুছে,

         আমাকে এক করে নিতে পারবে না কোনোখানে

                                      কোনো বাঁধনে বেঁধে।