Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


বীথিকা- কলুষিত, ৩
বীথিকা

                    তাণ্ডবনৃত্যের ভরে

দুর্বলের যে গ্লানিরে চূর্ণ করো যুগে যুগান্তরে,

       কাপুরুষ নির্জীবের সে নির্লজ্জ অপমানগুলি

              বিলুপ্ত করিয়া দিক উৎক্ষিপ্ত তোমার পদধূলি।