Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
বীথিকা- অপ্রকাশ, ২
বীথিকা
হে সুন্দরী,
মুক্ত করো অসম্মান, তব অপ্রকাশ - আবরণ।
হে বন্দিনী, বন্ধনেরে কোরো না কৃত্রিম আভরণ।
সজ্জিত লজ্জার খাঁচা, সেথায় আত্মার অবসাদ—
অর্ধেক বাধায় সেথা ভোগের বাড়ায়ে দিতে স্বাদ
ভোগীর বাড়াতে গর্ব খর্ব করিয়ো না আপনারে
খণ্ডিত জীবন লয়ে আচ্ছন্ন চিত্তের অন্ধকারে।