Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


চিত্রবিচিত্র - উড়ো জাহাজ,২
চিত্রবিচিত্র

               যত হও নাকো বড়ো,

               দাঁত করো কড়োমড়ো —

       তবু ভয়ে তোর        লাগিবে না ঘোর,

               হব নাকো জড়োসড়ো।

 

               মানুষেরে পিঠে ধরি

                          ঘোরো দিবা-বিভাবরী —

               আমরা দোয়েল         পাপিয়া কোয়েল

                          দূর হতে গড় করি।