Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
বীথিকা- ছন্দোমাধুরী, ২
বীথিকা
ঘূর্ণিবেগে আবর্তিয়া উঠে।
ভরিয়া ঘট অমৃত আনে,
সে কথা সে কি আপনি জানে—
এনেছে বহি সীমাহীনের ভাষা।
প্রবল এই মিথ্যারাশি,
তারেও ঠেলি উঠেছে হাসি
অবলারূপে চিরকালের আশা।