Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
বীথিকা- ভুল, ২
বীথিকা
আমারও ক্ষমা চাহি—
তখনই জানি আমারই তুমি, নাহি গো দ্বিধা নাহি।
এখন আমি পেয়েছি অধিকার
তোমার বেদনার
অংশ নিতে আমার বেদনার।
আজিকে সব ব্যাঘাত টুটে
জীবনে মোর উঠিল ফুটে
শরম তব পরম করুণায়।
অকুণ্ঠিত দিনের আলো
টেনেছে মুখে ঘোমটা কালো ;
আমার সাধনাতে
এল তোমার প্রদোষবেলা সাঁঝের তারা হাতে।