Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
অনূদিত কবিতা - সম্মিলন, ৩
অনূদিত কবিতা
চরণে বেঁধেছে তার লোহার শৃঙ্খল।
নামি বুঝি, পড়ি বুঝি, মরি বুঝি মরি।
— Shelley
চরণে বেঁধেছে তার লোহার শৃঙ্খল।
নামি বুঝি, পড়ি বুঝি, মরি বুঝি মরি।
— Shelley