Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


জন্মদিনে - ১৫,২
জন্মদিনে

নানারঙা ফুলগুলি অতিথির প্রাণে।

গৃহিণীর যত্ন বহি প্রকৃতির লিপি নিয়ে আসে

আকাশে বাতাসে।

কলহাস্যে মানুষের স্নেহের বারতা

যুগযুগান্তের মৌনে হিমাদ্রির আনে সার্থকতা।