Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
ছড়ার ছবি - ছবি-আঁকিয়ে,২
ছড়ার ছবি
সবাই ওঠে হাঁ হাঁ ক ' রে সবজি-খেতে দেখলে।
আজ তুমি তার ছাগলামিটা ফোটালে যেই দেহে
এক মুহূর্তে চমক লেগে বলে উঠলেম, কে হে।
ওরে ছাগলওয়ালা, এটা তোরা ভাবিস কার —
আমি জানি, একজনের এই প্রথম আবিষ্কার।
আজ তুমি তার ছাগলামিটা ফোটালে যেই দেহে
এক মুহূর্তে চমক লেগে বলে উঠলেম, কে হে।
ওরে ছাগলওয়ালা, এটা তোরা ভাবিস কার —
আমি জানি, একজনের এই প্রথম আবিষ্কার।