Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
ছড়ার ছবি - আকাশ,২
ছড়ার ছবি
আমার মনে সব-হারানো ছুটির মূর্তি গড়ে।
তাই তো খবর পাই —
শান্তি সেও মুক্তি, আবার অশান্তিও তাই।
তাই তো খবর পাই —
শান্তি সেও মুক্তি, আবার অশান্তিও তাই।