Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
খাপছাড়া - ৮৬
৮৬
তম্বুরা কাঁধে নিয়ে
শর্মা বাণেশ্বর
ভেবেছিল, তীর্থেই
যাবে সে থানেশ্বর।
হঠাৎ খেয়াল চাপে গাইয়ের কাজ নিতে —
বরাবর গেল চলে একদম গাজ্নিতে,
পাঠানের ভাব দেখে
ভাঙিল গানের স্বর।