Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
শেষ লেখা - ১৩
১৩
প্রথম দিনের সূর্য
প্রশ্ন করেছিল
সত্তার নূতন আবির্ভাবে —
কে তুমি,
মেলে নি উত্তর।
বৎসর বৎসর চলে গেল,
দিবসের শেষ সূর্য
শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিমসাগরতীরে,
নিস্তব্ধ সন্ধ্যায় —
কে তুমি,
পেল না উত্তর।