Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


খাপছাড়া - ৭৯
৭৯

চিন্তাহরণ দালালের বাড়ি

            গিয়ে

একশো টাকার একখানি নোট

             দিয়ে

তিনখানা নোট আনে সে

            দশ টাকার।

কাগজ‌-গন্‌তি মুনফা যতই

            বাড়ে

টাকার গন্‌তি লক্ষ্মী ততই

            ছাড়ে,

কিছুতে বুঝিতে পারে না

            দোষটা কার।