Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
ছড়ার ছবি - মাকাল,২
ছড়ার ছবি
খাবার বেলায় অবশেষে
দেখে ছেলের কাণ্ড এসে —
মেঝের 'পরে ঝুঁকে প'ড়ে খাতার পাতাটায়
লাইন টেনে লিখছে শুধু — মাকালচন্দ্র রায়।
দেখে ছেলের কাণ্ড এসে —
মেঝের 'পরে ঝুঁকে প'ড়ে খাতার পাতাটায়
লাইন টেনে লিখছে শুধু — মাকালচন্দ্র রায়।