Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


খাপছাড়া - ৭৩
৭৩

   ইস্কুল-এড়ায়নে

        সেই ছিল বরিষ্ঠ,

   ফেল-করা ছেলেদের

       সবচেয়ে গরিষ্ঠ।

   কাজ যদি জুটে যায়

   দুদিনে তা ছুটে যায়,

   চাকরির বিভাগে সে

       অতিশয় নড়িষ্ঠ —

   গলদ করিতে কাজে

          ভয়ানক দ্রঢ়িষ্ঠ।