Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
খাপছাড়া - ৬৭
৬৭
ভুত হয়ে দেখা দিল
বড়ো কোলাব্যাঙ,
এক পা টেবিলে রাখে,
কাঁধে এক ঠ্যাঙ।
বনমালী খুড়ো বলে—
‘ করো মোরে রক্ষে,
শীতল দেহটি তব
বুলিয়ো না বক্ষে। '
উত্তর দেয় না সে,
দেয় শুধু ‘ ক্যাঙ '।