Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
খাপছাড়া - ৬৪
৬৪
একটা খোঁড়া ঘোড়ার 'পরে
চড়েছিল চাটুর্জে,
পড়ে গিয়ে কী দশা তার
হয়েছিল হাঁটুর যে!
বলে কেঁদে, ‘ ব্রাহ্মণেরে
বইতে ঘোড়া পারল না যে
সইত তাও, মরি আমি
তার থেকে এই অধিক লাজে —
লোকের মুখের ঠাট্টা যত
বইতে হবে টাটুর যে! '