Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


খাপছাড়া - ৪৫
৪৫

     খবর পেলেম কল্য,

তাঞ্জামেতে চ ' ড়ে রাজা

     গাঞ্জামেতে চলল।

সময়টা তার জলদি কাটে ;

পৌঁছল যেই হলদিঘাটে

   একটা ঘোড়া রইল বাকি,

        তিনটে ঘোড়া মরল।

   গরানহাটায় পৌঁছে সেটা

        মুটের ঘাড়ে চড়ল।