Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


খাপছাড়া - ৪৪
৪৪

কন্‌কনে শীত তাই

     চাই তার দস্তানা ;

বাজার ঘুরিয়ে দেখে,

     জিনিসটা সস্তা না।

  কম দামে কিনে মোজা

       বাড়ি ফিরে গেল সোজা —

  কিছুতে ঢোকে না হাতে,

       তাই শেষে পস্তানা।