Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


খাপছাড়া - ৪০
৪০

নাম তার ভেলুরাম ধুনিচাঁদ শিরত্থ,

ফাটা এক তম্বুরা কিনেছে সে নিরর্থ।

       সুরবোধ-সাধনায়

       ধুরপদে বাধা নাই,

পাড়ার লোকেরা তাই হারিয়েছে ধীরত্ব—

অতি-ভালোমানুষেরও বুকে জাগে বীরত্ব।