Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
খাপছাড়া - ২৬
২৬
জামাই মহিম এল, সাথে এল কিনি —
হায় রে কেবলই ভুলি ষষ্ঠীর দিনই।
দেহটা কাহিল বড়ো, রাঁধবার নামে
কে জানে কেন রে বাপু, ভেসে যায় ঘামে।
বিধাতা জানেন আমি বড়ো অভাগিণী।
বেয়ানকে লিখে দেব, খাওয়াবেন তিনি।