Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


খাপছাড়া - ২১
২১

কালুর খাবার শখ সব চেয়ে পিষ্টকে।

গৃহিণী গড়েছে যেন চিনি মেখে ইষ্টকে।

        পুড়ে সে হয়েছে কালো,

         মুখে কালু বলে ‘ ভালো ',

মনে মনে খোঁটা দেয় দগ্ধ অদৃষ্টকে।

কলিক্‌-ব্যথায় ডাকে ক্রুসে-বেঁধা খ্রীস্টকে।