Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


খাপছাড়া - ২০
২০

মন উড়ুউড়ু, চোখ ঢুলুঢুলু,

            ম্লান মুখখানি কাঁদুনিক —

আলুথালু ভাষা, ভাব এলোমেলো,

              ছন্দটা নির্‌বাঁধুনিক।

 

        পাঠকেরা বলে, ‘ এ তো নয় সোজা,

       বুঝি কি বুঝি নে যায় না সে বোঝা। '

       কবি বলে, ‘ তার কারণ, আমার

                     কবিতার ছাঁদ আধুনিক। '