Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


ছড়ার ছবি - বালক, ২
ছড়ার ছবি
নানারকম ধ্বনির সঙ্গে নানান চলাফেরা
সব দিয়ে এক হালকা জগৎ মন দিয়ে মোর ঘেরা,
ভাব্‌নাগুলো তারই মধ্যে ফিরত থাকি থাকি,
বানের জলে শ্যাওলা যেমন, মেঘের তলে পাখি।