Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
খাপছাড়া - ১৪
১৪
মুচকে হাসে অতুল খুড়ো,
কানে কলম গোঁজা।
চোখ টিপে সে বললে হঠাৎ,
‘ পরতে হবে মোজা। '
হাসল ভজা, হাসল নবাই —
‘ ভারি মজা ' ভাবল সবাই —
ঘরসুদ্ধ উঠল হেসে,
কারণ যায় না বোঝা।