Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


খাপছাড়া - ১৩
১৩

ইতিহাস-বিশারদ গণেশ ধুরন্ধর

ইজারা নিয়েছে একা বম্বাই বন্দর।

      নিয়ে সাতজন জেলে

     দেখে মাপকাঠি ফেলে —

সাগরমথনে কোথা উঠেছিল চন্দর,

কোথা ডুব দিয়ে আছে ডানাকাটা মন্দর।