Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


খাপছাড়া - ৭
৭

দু-কানে ফুটিয়ে দিয়ে

     কাঁকড়ার দাঁড়া

বর বলে, ‘ কান দুটো

     ধীরে ধীরে নাড়া। '

বউ দেখে আয়নায়,

জাপানে কি চায়নায়

হাজার হাজার আছে

     মেছনীর পাড়া —

কোথাও ঘটেনি কানে

     এত বড়ো ফাঁড়া।