Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


ছড়ার ছবি - বুধু, ২
ছড়ার ছবি
দেব্‌তা পাছে ঈর্ষাভরে নেয় কেড়ে মোগ্‌লুকে,
              আঁকড়ে রাখে বুকে।
এখনো তাই নাম দেয়নি, ডাক নামেতেই ডাকে,
নাম ভাঁড়িয়ে ফাঁকি দেবে নিষ্ঠুর দেব্‌তাকে।