Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
সেঁজুতি - নতুনকাল,৩
সেঁজুতি
নতুন রীতির সূত্রে হবে নতুন জীবন গাঁথা।
যে হোক রাজা যে হোক মন্ত্রী কেউ রবে না তারা,
বইবে নদীর ধারা —
জেলেডিঙি চিরকালের নৌকো মহাজনি,
উঠবে দাঁড়ের ধ্বনি।
প্রাচীন অশথ আধা ডাঙায় জলের 'পরে আধা,
সারারাত্রি গুঁড়িতে তার পান্সি রইবে বাঁধা।
তখনো সেই বাজবে কানে যখন যুগান্তর —
‘ এপার গঙ্গা ওপার গঙ্গা, মধ্যিখানে চর। '