Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


উৎসর্গ - সংযোজন, ১২
উৎসর্গ

যে জীবন ছিল তব রাজাসনে

মুক্ত দীপ্ত সে মহাজীবন

     চিত্ত ভরিয়া লব।

মৃত্যুতরণ শঙ্কাহরণ

     দাও সে মন্ত্র তব।