Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
গীতালি- ৩১
৩১
নাই বা ডাকো, রইব তোমার দ্বারে ;
মুখ ফিরালে ফিরব না এইবারে।
বসব তোমার পথের ধুলার 'পরে
এড়িয়ে আমায় চলবে কেমন করে?
তোমার তরে যে জন গাঁথে মালা
গানের কুসুম জুগিয়ে দেব তারে।
রইব তোমার ফসল - খেতের কাছে
যেথায় তোমার পায়ের চিহ্ন আছে।
জেগে রব গভীর উপবাসে
অন্ন তোমার আপনি যেথায় আসে।
যেথায় তুমি লুকিয়ে প্রদীপ জ্বাল
বসে রব সেথায় অন্ধকারে।