Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


গীতালি- ১৮, ২
গীতালি

  ব্যথা মোর

          উঠবে জ্বলে

                   ঊর্ধ্ব - পানে।

  আগুনের

          পরশমণি

                   ছোঁয়াও প্রাণে।