Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


উৎসর্গ - ৩৪, ২
উৎসর্গ

             খেয়ার ঘাটে চলে,

কেউ গো চেয়ে দেখে না ওই ভাঙা ঘাটের বাঁয়ে।

আমি যারে ভালোবাসি সে ছিল এই গাঁয়ে।