Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)
উৎসর্গ - ৩৩, ২
উৎসর্গ
ওগো তোমার আনো খেয়ার তরী,
তোমার সাথে যাব অকূল - ' পরি,
যাব সকল বাঁধন - বাধা - খোলা।
ঝড়ের বেলা তোমার স্মিতহাসি
লাগবে আমার সর্বদেহে আসি,
তরাস - সাথে হরষ দিবে দোলা।
ওই যেখানে ঈশান কোণে
তড়িৎ হানে ক্ষণে ক্ষণে
বিজন উপকূলে —
তটের পায়ে মাথা কুটে
তরঙ্গদল ফেনিয়ে উঠে
গিরির পদমূলে,
ওই যেখানে মেঘের বেণী
জড়িয়ে আছে বনের শ্রেণী —
মর্মরিছে নারিকেলের শাখা,
গরুড়সম ওই যেখানে
ঊর্ধ্বশিরে গগন - পানে
শৈলমালা তুলেছে নীল পাখা,
কেন আজি আনে আমার মনে
ওইখানেতে মিলে তোমার সনে
বেঁধেছিলেম বহুকালের ঘর —
হোথায় ঝড়ের নৃত্য - মাঝে
ঢেউয়ের সুরে আজো বাজে
যুগান্তরের মিলনগীতিস্বর।
কে গো চিরজনম ভরে
নিয়েছ মোর হৃদয় হরে
উঠছে মনে জেগে।
নিত্যকালের চেনাশোনা
করছে আজি আনাগোনা
নবীন - ঘন মেঘে।