Published on রবীন্দ্র রচনাবলী (https://rabindra-rachanabali.nltr.org)


পুনশ্চ-একজন লোক, ২
পুনশ্চ

        পিতলের মোটা কাঁকন হাতে;

আছে তার ধোবা প্রতিবেশী,

           আছে মুদি দোকানদার

        দেনা আছে কাবুলিদের কাছে;

               কোনোখানেই নেই

                   আমি— একজন লোক।